করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে আদালত পূর্ণ বন্ধ থাকবে কিনা, সে বিষয়ে বিচারপতিদের নিয়ে বসে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমরা করোনাভাইরাস নিয়ে সচেতন। আমরা সব জজ বসে সিদ্ধান্ত নেব, এ নিয়ে কী করা যায়। আপাতত কোর্ট বন্ধ আছে। কোর্ট খোলার আগেই আমরা সবাই একবার বসব। মানুষের ও বিচারপ্রার্থী জনগণ যারা আছেন, তাদের যাতে ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সব কিছু খেয়াল রেখেই আমরা সিদ্ধান্ত নেব। কোর্ট খোলার আগেই সিদ্ধান্ত নেব।
নিম্নআদালতও বন্ধ হবে কিনা— এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, নিম্নআদালত তো সুপ্রিমকোর্টের অধীনে। সুতরাং আমরা সব ব্যাপারেই সিদ্ধান্ত নেব। কারণ হাজার হাজার, লাখ লাখ বিচারপ্রার্থী মানুষের কথাও আমাদের মনে রাখতে হবে। কোর্ট পূর্ণভাবে বন্ধ করে দেয়া হলে মানুষের ভোগান্তি বেড়ে যেতে পারে। অনেকে জরুরি বিষয় নিয়ে আদালতে আসেন। সুতরাং এগুলো সামনে রেখে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। এদিকে সুপ্রিমকোর্টসহ সব আদালত বন্ধের নির্দেশনা চেয়ে আজ হাইকোর্টে রিট হয়েছে।
প্রতিনিধি