মহামারি রূপে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাস ঠেকাতে সিলেটেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সিলেট জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২৮৯ ব্যক্তিকে।
এদের মধ্যে প্রবাসফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য এবং সাধারণ মানুষ আছেন।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল , সিলেট জেলায় আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে আছেন একজন।
তিনি জানান, হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা অপর দুই ব্যক্তি সুস্থ থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
প্রতিনিধি