Home » বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সিলেট সিটি করপোরেশনে আলোচনা সভা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সিলেট সিটি করপোরেশনে আলোচনা সভা

সিলেট সিটি করপোরেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালায় দুপুরে বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বঙ্গবন্ধু ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন আলোচকরা।

এতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী সভাপতিত্ব করেন।

সিসিকের এসেসর চন্দন দাশের পরিচালনায় আলোচনা সভায় স্বগাত বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান।

বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, কাউন্সিলর মো. তৌফিক বকস লিপন, ইলিয়াছুর রহমান, তারেক উদ্দিন তাজ, আব্দুল মুহিত জাবেদ, এ কে এ লায়েক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, নাজনিন আক্তার কণা, শাহানা বেগম শানু, মাসুদা সুলতানা, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, নিবার্হী প্রকৌশলী রুহুল আলম আলম।

উল্লেখ্য, দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণসহ অন্যান্য ভাষণ প্রচার এবং মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় দোয়া ও প্রার্থনা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *