Home » মঙ্গলবার থেকে মুজিববর্ষ শুরু : সিলেটে বিভিন্ন সংগঠনের ব্যাপক কর্মসূচি

মঙ্গলবার থেকে মুজিববর্ষ শুরু : সিলেটে বিভিন্ন সংগঠনের ব্যাপক কর্মসূচি

আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরু হচ্ছে।  মঙ্গলবার থেকে শুরু হওয়া মুজিববর্ষটি ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে।

এদিকে, সিলেটে দিবসটি পালন উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালনের নানা কর্মসূচি গ্রহণ করেছে। তবে করোনাভাইরাসের কারণে রাষ্ট্রীয় প্রোগ্রামের পাশাপাশি বিভিন্ন সংগঠনও কর্মসূচিতে পরিবর্তন এনেছে। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনাসভা, এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

জেলা ও মহানগর আওয়ামী লীগ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের টানা ২০ দিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করবে। এছাড়াও মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সিলেট চেম্বার অব কমার্স :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির গ্রহণ করা বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার সকাল ১১টায় চেম্বার ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, সাড়ে ১১টায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন, দুপুর ১২টায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, দুপুর ১২টা ১০ মিনিটে মুজিববর্ষের লগো উন্মোচন এবং দুপুর সাড়ে ১২টায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং বেলা একটায় শিরণী বিতরণ।

সিলেট ডায়াবেটিক হাসপাতাল :
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের পক্ষ থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মঙ্গলবার সকাল ১১টায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ :
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ১৭ মার্চ সকাল ৭টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও একটি আনন্দ শোভাযাত্রা সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।  এ ছাড়াও সিলেট জেলার সকল উপজেলার সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ নিজ নিজ উপজেলায় পালন করবে এমন কর্মসূচি।

জেলা ও মহানগর যুবলীগ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে  মঙ্গলবার সিলেট জেলা যুবলীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১০ টায় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বাদ জোহর কোর্ট মসজিদে মিলাদ মাহফিল শেষে সারদা হলের সামনে কাঙালি ভোজের আয়োজন। এছাড়াও মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

অপরদিকে, সিলেট মহানগর যুবলীগের কর্মসূচীর মধ্যে রয়েছে- মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (রহঃ) এর মাজার প্রাঙ্গণে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ।  পরে রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণ উপলক্ষে সুরমা নদীর সম্মুখস্থ ক্বিনব্রিজে ফানুশ উড়াবে মহানগর যুবলীগ।

অন্যদিকে- সিলেট জেলা যুবলীগের আওতাধীন সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার উদ্যোগে স্ব-স্ব এলাকায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনার আয়োজন করা হবে।
এছাড়াও নগরসহ সিলেট জেলার সর্বত্রই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার পালন করা হবে নানা কর্মসূচি।

সুএ:  সিলেটভিউ২৪ডটকম

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *