জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর দিন আগামী ১৭ই মার্চ জাতির উদ্দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভাষণ গণমাধ্যমে প্রচারিত হবে বলে জানিয়েছেন মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কামাল আবদুল নাসের চৌধুরী।
আজ মঙ্গলবার তিনি আরো জানান, বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত ৮টায় আতশবাজির আয়োজন থাকবে।
করোনারভাইরাসের কারণে মুজিব জন্মশতবর্ষ উদযাপনে বড় ধরনের কর্মসূচিতে যাচ্ছে না আওয়ামী লীগ।
করোনার প্রভাব ও দেশে তিনজন রোগীর সন্ধান পাওয়ার পর বড় জনসমাগম হয়, এমন সাংগঠনিক কর্মসূচিগুলো স্থগিত করেছে ক্ষমতাসীন দলটি। করোনার প্রভাব শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে দলের চলমান জেলা-উপজেলা সম্মেলন।
সোমবার কামাল আবদুল নাসের চৌধুরী জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে ১৭ই মার্চের মূল অনুষ্ঠান ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে। জনসমাগম এড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুজিববর্ষের অনুষ্ঠান করা হবে। সংক্রমণ এড়াতে ১৭ই মার্চে জাতীয় প্যারেড স্কয়ারের আয়োজন স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, রবিবার রাতে করোনাভাইরাসে বিশ্ব পরিস্থিতি ও জনস্বাস্থ্য বিবেচনায় ১৭ই মার্চে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়।