Home » করোনাভাইরাস: ভারতে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল

করোনাভাইরাস: ভারতে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল

অনলাইন ডেস্ক

: বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। ভারতেও নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজ্য থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে শনিবার মধ্যরাত পর্যন্ত এই সংখ্যা ১০০ স্পর্শ করেছে। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া সরকারি পরিসংখ্যানে এখনও পর্যন্ত ৮৪ জন আক্রান্ত বলে জানানো হয়েছে।

এই মুহূর্তে দেশের মধ্যে মহারাষ্ট্র থেকে সর্বাধিক করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। শুক্রবার পর্যন্ত মহারাষ্ট্রে মোট ১৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছিল। এর চব্বিশ ঘণ্টা যেতে না যেতে শনিবার রাত পর্যন্ত সেই সংখ্যাটা এক লাফে বেড়ে হয়েছে ৩১। এ ছাড়া কেরালা থেকে মোট ২২টি করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
মহারাষ্ট্র ছাড়াও এদিন রাজস্থান, তেলেঙ্গানা এবং কেরালা থেকে একজন করে নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।

প্রসঙ্গত, ভারতে মোট করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বর্তমানে ১০ জন সম্পূর্ণ সুস্থ এবং দুই জনের মৃত্যু হয়েছে। কর্নাটক এবং দিল্লিতে মৃত্যুর ঘটনা ঘটেছে।

সূত্র: এই সময়।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *