অনলাইন ডেস্ক
: করোনাভাইরাসের প্রভাব বিস্তাররোধে কুয়েতে মসজিদে জুমার নামাজ ও ওয়াক্ত নামাজ জামাতে আদায় সাময়িক বন্ধ করেছ কুয়েত প্রশাসন। মসজিদগুলোতে আজান দেয়া হবে, মুসল্লিদের নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে বলা হয়েছে।
গতকাল শুক্রবার কুয়েতের আওকাফ মন্ত্রণালয়ে ফতোয়া কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়াদি পর্যালোচনা করে বিভিন্ন আলেম দ্বারা গঠিত কমিটি মসজিদে জুমা ও ওয়াক্তের নামাজ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কেবলমাত্র মসজিদগুলোতে আজান দেয়া হবে, মসজিদে কোনো জামাত হবে না । মুসল্লিরা নিজ গৃহে নামাজ আদায় করবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মসজিদ বন্ধ থাকবে।
প্রতিনিধি