ইউরোপের দেশ স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ জন বাংলাদেশি। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা স্বামী-স্ত্রী। বাড়ি ঢাকায়।
স্পেনের রাজধানী মাদ্রিদে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।আটজনের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার দুইজন (স্বামী-স্ত্রী), যশোরের একজন বলে জানা গেছে। অপর দুইজনের ঠিকানা জানা যায়নি। আটজনই বর্তমানে হাসপাতালে আছেন। ঢাকার দুইজনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।
বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী এসব তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৩২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩৩ জনের।
সূত্র: বিডি প্রতিদিন
প্রতিনিধি