মরণঘাতী করোনাভাইরাস কেড়ে নিচ্ছে একের এর এক প্রাণ। জনসাধারণ ছাপিয়ে ক্রীড়ঙ্গনেও আঘাত হেনেছে করোনাভাইরাস। ইতালির সিরি’আ স্থগিতের পর এবার স্প্যানিশ শীর্ষ লিগ ‘লা লিগা’ স্থগিত করা হয়েছে দুই রাউন্ডের জন্য।
করোনাভাইরাস আতঙ্কে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াদ মাদ্রিদের সব খেলোয়ড়রা এখন কোয়ারেন্টাইনে আছেন। রিয়াল মাদ্রিদের বাস্কেট বল দলের এক খেলোয়াড়ের করোনাভাইরাস ধরা পড়ার পরই সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় ক্লাবটি।
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা কোয়ারেন্টাইনে যাওয়ার পর লা লিগা কর্তৃপক্ষ দুই রাউন্ডের জন্য খেলা বন্ধ করে বিজ্ঞপ্তি দেয়। আজ বৃহস্পতিবার দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তীতে অবস্থা বুঝে এই ম্যাচগুলো আয়োজন করা হবে।
এর আগে ইতালির শীর্ষ ফুটবল ক্লাব জুভেন্টাসের খেলোয়াড় ডানিয়েল রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর হোম কোয়ারেনটাইনে চলে যান রুগানির ক্লাব সতীর্থ, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
প্রতিনিধি