Home » কুয়েতে নতুন করে করোনায় আক্রান্ত ৮ জন

কুয়েতে নতুন করে করোনায় আক্রান্ত ৮ জন

অনলাইন ডেস্ক

: কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজন করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে কুয়েতে করোনাভাইরাস আক্রান্তের শনাক্ত হয়েছে মোট ৮০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৫ জন, এখন পর্যন্ত কোন প্রকার মৃতের ঘটনা ঘটেনি। তবে চারজন আশঙ্কাজনক অবস্থায় আছেন।

করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধ হিসেবে কুয়েতে আজ ১২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দুই সাপ্তাহিত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রেস্তোর্রা, ক্যাফে, হল, শপিং সেন্টার, প্রাইভেট হেলথ ইনস্টিটিউট, সিনেমা হল, ব্যাংক বন্ধ থাকবে (এটিএমএস উন্মুক্ত থাকবে)। খবরে বলা হয়, কুয়েতে কোন জরুরি অবস্থা জারি করা হয়নি, তবে শুধু মাত্র করোনাভাইরাস রোধে এই ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব দেশের সঙ্গে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *