করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে লুকিয়ে না রেখে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে গণভবনে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সরকার সর্বাত্বক চেষ্টা করছে। মহামারী হলেও বাংলাদেশ এখনো ভালো আছে। তবে ভালো থাকতে হলে সচেতন থাকতে হবে।’ এ সময় হাত ধরতে এবং কাউকে জড়িয়ে না ধরার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে দেশের প্রথম ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি। আজ বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-মাওয়া অংশের এক্সপ্রেসওয়ে’সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দেশের মানুষের জীবনমান উন্নয়নে এই এক্সপ্রেসওয়ে বিশেষ ভূমিকা রাখবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দক্ষিণের মানুষ সবসময়ই অবহেলিত ছিল, এক্সপ্রেসওয়ের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবনমান আরও উন্নত হবে। নিজস্ব অর্থায়নে বড় বড় অবকাঠামো নির্মাণ করতে পারে বাংলাদেশ। পদ্মাসেতু নির্মাণ তার বড় উদাহরণ, যোগ করেন প্রধানমন্ত্রী।
প্রতিনিধি