বাংলাদেশে তিনজনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। রোববার এ তথ্য দিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এই খবর গণমাধ্যমে প্রচার হবার সাথে সাথে সিলেটের ফার্মেসী এবং সায়েন্টিফিক স্টোরগুলোতে মাস্ক কিনতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। আর এই সুযোগে দোকানদাররা ৮০ টাকার মাস্ক বস্ক ১৫০০ টাকায় বিক্রি করছে।
রবিবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা,স্টেডিয়াম মার্কেটে বিভিন্ন ফার্মেসি ও সায়েন্টিফিক দোকানে দাম বৃদ্ধির চিত্র লক্ষ্য করা গেছে। ফুটপাতেও লাইন ধরে কাপড়ের তৈরী মাস্ক কিনতে দেখা গেছে। এইসব মাস্ক আগে ৪০/৫০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ১০০টাকায়।
বিষয়টি জানার সাথে সাথে তাৎক্ষনিকভাবে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম মার্কেট মনিটরিং করতে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের নগরীর বিভিন্ন স্থানে পাঠান। তারা দোকান মালিকদের সর্তক করেন এবং অতিরিক্ত মূল্য না রাখার জন্য নির্দেশ দেন।
জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, বাজার মনিটরিং অব্যাহত থাকবে। যে কোন পণ্য সামগ্রীর যদি কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে ফায়দা নিতে চায় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি জনগনকে করোনাভাইরাস নিয়ে আতংকিত না হয়ে স্বাস্থ্য বিধি ও নিয়মনীতি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
প্রতিনিধি