অনলাইন ডেস্ক
: চীনে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের কুয়ানঝো শহরে একটি পাঁচতলা হোটেল ধসের ঘটনায় ৪৯ জনকে উদ্ধার করা হয়েছে। ধসে পড়ে ভবনটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সঙ্গরোধ করে রাখা হয়েছিল।রবিবার এমনটি জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, এখনো ধসে পড়ে ভবনটিতে ২১ জন আটকা পড়ে আছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ এখনো চলছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ধসে পড়া হোটেলটিতে উদ্ধার কাজ চালাচ্ছে প্রায় এক হাজার দমকমল বাহিনীর সদস্য। জানা গেছে, ধসে পড়া হোটেলটি ২০১৮ সালে নির্মিত হয়। প্রসঙ্গত, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কুয়ানঝো শহরে পাঁচতলা হোটেলটি ধসে পড়ে। ওই হোটেলে কমপক্ষে ৭০ জন করোনা আক্রান্ত রোগীকে সঙ্গরোধ করে রাখা হয়েছিল বলে জানা গেছে।