Home » গাজার মার্কেটে আগুন লেগে শিশুসহ নিহত ৯

গাজার মার্কেটে আগুন লেগে শিশুসহ নিহত ৯

অনলাইন ডেস্ক

: ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি মার্কেটে বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতেয়  ৯ জন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হয়েছেন । এর মধ্যে কয়েকটি শিশু রয়েছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বেকারিতে প্রচণ্ড গ্যাস বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। বিস্ফোরণের পরপরই বেকারিতে এবং আশপাশের দোকান, কারখানা ও রাস্তায় থাকা বেশ কিছু গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে তিনটি আবাসিক ভবন, ২২টি গাড়ি, চারটি সিলিন্ডার ব্লক ফ্যাক্টরি, একটি কাঠের গোলা, ৫০টি দোকান এবং একটি প্রতিবন্ধী ইনস্টিটিউট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

আগুন লাগার পর কয়েক কিলোমিটার দূর থেকে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায় এবং আগুন নেভানোর জন্য এলাকার বহু মানুষ ছুটে আসেন। আহত ৫৩ জনের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *