Home » লিটন-তামিমের ব্যাটে নতুন ইতিহাস

লিটন-তামিমের ব্যাটে নতুন ইতিহাস

সিলেটের সবুজ গালিচায় নতুন ইতিহাস লিখলেন লিটন দাস আর তামিম ইকবাল। এ দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ পেয়েছে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

লিটন আর তামিম জুটির রান এখন ৩৭.৪ ওভারে ২৩০। এটি প্রথম উইকেট জুটিতে তো বটেই, যেকোনো উইকেটেই বাংলাদেশের জন্য সর্বোচ্চ রানের জুটি।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশের আগের সেরা ছিল শাহরিয়ার হোসেন বিদ্যুৎ আর মেহরাব হোসেন অপির ১৭০ রান। জিম্বাবুয়ের বিপক্ষেই তাঁরা করেছিলেন ১৯৯৯ সালে। আজ সেই জুটি চলে গেছে পেছনে।

এদিকে, যেকোনো উইকেট জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ২২৪ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে পঞ্চম উইকেট জুটিতে করেছিলেন সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ, ২০১৭ সালের ৯ জুন।

আজ সেই জুটি চলে গেছে দ্বিতীয় স্থানে।

লিটন ১৪০ রানে আর তামিম ৯৭ রানে ব্যাট করছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *