Home » ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে শাহপরাণে জমিয়তের বিক্ষোভ

ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে শাহপরাণে জমিয়তের বিক্ষোভ

ভারতে মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অঙ্গিসংযোগের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বাদ আছর শাহপরাণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বের করা হয়।মিছিলটি শাহপরাণ গেইট মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহপরাণ গেইটে এক পথসভা অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিনের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী হয়ে সন্ত্রাসী মোদী নিরীহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। নির্বিচারে গুলি করে মারছে। মসজিদ-মাদ্রাসা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মিনারে হনুমানের পতাকা লাগিয়েছে। এসব কাজ বিশ্বের ১৮০ কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে।

তারা বলেন, মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ইসলাম ও মুসলিমবিদ্বেষী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। মুজিববর্ষের অনুষ্ঠানে মোদি যোগ দিলে এদেশে বদরের যুদ্ধের পূণরাবৃত্তি হবে। শাপলা চত্তরে রক্ত দিয়েছি, এ রক্তের দাগ এখনও শোকায়নি। প্রয়োজনে মোদি দেশে আসলে আবারও রক্ত দিতে আমরা প্রস্তুত রয়েছি। তবুও মুসলমানদের উপর কোন ধরণের নির্যাতন সহ্য করবো না।

বক্তারা ৬ মার্চ শুক্রবার আল­ামা নুর হোসাইন ক্বাসেমী কেন্দ্র ঘোষিত সিলেটে সমমনা ইসলামী দলের বিক্ষোভ সমাবেশ সফর করার জন্য সকলের প্রতি আহবান জানান।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা যুব জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, যুগ্ম সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, সদর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মোস্তফা কামাল, খাদিমপাড়া ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নোমানী, সদর উপজেলা যুব জমিয়তের সভাপতি মুফতি মুহাম্মদ জাকারিয়া খান, সাধারণ সম্পাদক কে.এম উমর ফারুক, শাহপরাণ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফয়েজ আহমদ, সদর উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা লোকমান আহমদ, ধনুকান্দি মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফিজ মাওলানা আনসার আহমদ, সদর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ফাহিম আহমদ সুমন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বাবর, খালেদ আহমদ প্রমুখ। সভা শেষে ভারতে নির্যাতিত মুসলিমদের সাহায্য কামনা করে মোনাজাত করেন মাওলানা আমান উল­াহ আমান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *