সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুবাই প্রবাসী এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে করোনা সন্দেহে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, দুবাই প্রবাসী কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে জাকারিয়া (৩২) বুধবার ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখেন। তখন তার কাছ থেকে সমস্যাগুলো শুনেন। যেগুলো করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সবগুলো লক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ। পরে জেলা প্রশাসনের নির্দেশে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে করোনা ভাইরাসে সনাক্ত করার কোন পরীক্ষা সিলেটে না থাকায় তার রক্তের সেম্পল ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, করোনা সন্দেহে ভর্তি যুবকের রক্ত সংগ্রহ করেছে আইসিসিডিআর’র টিম।
এখন রক্ত ঢাকায় পাঠিয়ে টেস্ট করা হবে আসলেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কি না। টেস্টের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এই যুবককে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি কেবিনে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রতিনিধি