Home » যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ২৩

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ২৩

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি ও আশপাশের এলাকায় এ ঘূর্ণিঝড় আঘাত হানে।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, ন্যাশভিলজুড়ে কমপক্ষে ৪০টি ভবন ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। শহরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট শহর কেমডেনের কাছে আঘাত হানে। সেখানে কয়েকজন হতাহত হন। এরপর ঝড়টি ১৪০ কিলোমিটার আগে অবস্থিত ছোট শহর কুকভিলে আঘাত হানে। সেখানেও কয়েকজন হতাহত হন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *