অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট এর নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ২২:১৫ ঘটিকার সময় পাঠানটুলা হইতে ৭ (সাত) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩,৩০,০০০/-(তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা জরিমানায় দন্ডিত সি.আর মামলা নং-৩০৫/১৭, দায়রা-৭৩৪/১৮ এর সাজাপ্রাপ্ত আসামী ১।
মোঃ শফিক আলী পিতা-মোঃ ইদ্রিস, সাং-জাহানারা এন্টারপ্রাইজ,৭৬/বি, পল্লবী আ/এ, ইব্রাহিম মঞ্জিল, পনিটুলা, ডাক-সিলেট-৩১০০, থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। বর্ণিত আসামীকে অদ্য ০৩/০৩/২০২০খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।