একদিনের ক্রিকেটে নিজের রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রানের রেকর্ড ভেঙে দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আবার সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারের নিজের রেকর্ড ভেঙে আবারও নতুন রেকর্ডের মালিক হলেন তিনি।১৩৫ বল খেলে ১৫৮ রান করে মুম্বার বলে মতোম্বদজির হাতে ক্যাচ বন্দি হয়ে মাঠ ছাড়েন তিনি। এরআগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষেই ১৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) আবারও সেই জিম্বাবুয়ের বিপক্ষেই নিজের রেকর্ড ভেঙে দিয়ে অপরাজিত আছেন তিনি। তামিমের রেকর্ডের ফল দেখে মনে হতেই পারে জিম্বাবুয়েই তার প্রিয় প্রতিপক্ষ।
১৩৫ বলে ১৫৮ রান করে সাজঘরে ফিরেন তিনি। সেই সঙ্গে একমাত্র বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল।
প্রতিনিধি