জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুদুম্বা গ্রামের একটি পুকুরপাড় থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দুজন হলেন শাহীন সুলতান (২৮) ও তাঁর স্ত্রী আশাতুন (২৫)।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুকুরপাড়ে একটি তেঁতুলগাছে আশাতুনের লাশ ঝুলছিল। আর পুকুরপাড়ে মাটিতে পড়ে ছিল শাহীনের লাশ। এই দম্পতির ১০ বছর বয়সী একটি মেয়ে আছে।
গুদুম্বা গ্রামটি উপজেলার রাইকালি ইউনিয়ন পরিষদের (ইউপি) অন্তর্ভুক্ত। ইউপির সদস্য খোরশেদ আলম বলেন, শাহীন কৃষিকাজ করতেন। আজ সকালে এক কৃষিশ্রমিক তেঁতুলগাছের ডালে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় একজনকে ঝুলতে দেখে গ্রামের লোকজনকে খবর দেন। গ্রামের লোকজন সেখানে গিয়ে স্বামী-স্ত্রীর লাশ দেখতে পেয়ে দ্রুত পুলিশকে জানান।
আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটতে পারে।
সূত্র: প্রথম আলো
প্রতিনিধি