রাজধানীর ইস্কাটনের দিলু রোডের একটি আবাসিক ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. রাসেল মিয়া এসব কথা জানিয়েছেন।
তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনে তিনজন মারা গেছে। তবে তাদের নাম-পরিচয় কিছুই জানা যায়নি। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইস্কাটনে আগুনের ঘটনায় দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর নিহত তিনজনের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রতিনিধি