অনলাইন ডেস্ক
: চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশটির মূল ভূখণ্ডে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭১৫ জন। আর বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার মানুষ।
কাতারের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘আল জাজিরা’য় প্রকাশিত প্রতিদেনের তথ্য মতে, চীনের বাইরে করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় ১১ জন, ইরানে ১৬ জন, ইতালিতে ১১ জন, হংকংয়ে দুজন, জাপানে একজন এবং ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীতে চারজন মারা গেছে।
গতকাল মঙ্গলবার চীনে নতুন করে আরও ৪০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে অন্তত ৫২ জনের।
চীনের বাইরে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ১৪৬ জনের শরীরে এনসিওভি-১৯ শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ।
প্রতিনিধি