সিলেটে নগরী আগামী ২ মার্চ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হতে চলেছে। ওই দিন থেকে নগরীর ইন্টারনেট সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানের তার কেটে ফেলা হবে। গত শনিবার সিলেট সিটি করর্পোরেশন একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের পর রোববার থেকে নগরীরর ‘দরগা গেট’ এলাকায় বিদ্যুতের খুঁটি অপসারণ করায় প্রায় হাজার খানেক ব্রডব্যান্ড সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও গ্রাহকরা।
এমন পরিস্থিতিতে সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ীরা। মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারী সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সহায়তা চাওয়া হয়।
সিলেট আইএসপি অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট নেটের সত্ত্বাধিকারী ওয়াহিদুর রহমান, সিঙ্ক আইটি বাংলাদেশের সত্ত্বাধিকারী নাইমুজ্জামান নাঈম, অ্যারো নেটের সত্ত্বাধিকারী বাহার হোসোন, ম্যানর আইটি’র সত্ত্বাধিকারী মুহিবুর রহমান ইমন এবং লিংক থ্রি সিলেট শাখা ম্যানেজার মাসুদ রানা।
জানাগেছে, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এর বরাতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘বিউবো এর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই থেকে চৌহাট্টা, জিন্দাবাজার ও সিটি পয়েন্ট হয়ে সিলেট সার্কিট হাউস পর্যন্ত, চৌহাট্টা পয়েন্ট থেকে রিকাবীবাজার হয়ে নবাব রোডস্থ বিউবোর বাগবাড়ি কার্যালয়, পূর্ব জিন্দাবাজার থেকে জেলরোড পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ওভারহেড বৈদ্যুতিক তারসমূহ ভূগর্ভে স্থানান্তরের কাজ শেষ হয়েছে। উল্লেখিত এলাকাসমূহে স্থাপিত সকল বৈদ্যুতিক খুঁটি এবং ওভারহেড তারসমূহ বিউবো কর্তৃক অপসারণ করা হবে। বৈদ্যুতিক খুঁটি অপসারণ করার ফলে খুঁটিসমূহে স্থাপিত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ক্যাবলসমূহও অপসারিত হবে। যার ফলে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বার্তা বিভাগ প্রধান