Home » করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বিশ্বের ৭০ শতাংশ মানুষ

করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বিশ্বের ৭০ শতাংশ মানুষ

আগামী এক বছরে বিশ্বের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এমন আশঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর মার্ক লিপ্সটিচ।

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন দ্য আটলান্টিককে মার্ক লিপ্সটিচ জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত অনেকের শরীরে কোন রকম লক্ষণ নাও দেখা দিতে পারে। আর এই কারণে ভাইরাসটি প্রতিরোধ করা কষ্টসাধ্য হয়ে পড়বে বলে মনে করেন লিপ্সটিচ।

লিপ্সটিচের মতে, সার্স, মার্স ভাইরাসগুলোর লক্ষণ রোগীর শরীরে দেখা দিলেও করোনা ভাইরাস তেমনটি নয়। করোনা ভাইরাস আক্রান্ত রোগীর শরীরে কোন রকম লক্ষণ ছাড়াই এটি সুপ্ত থাকতে পারে। এর কারণে রোগী কোন কিছু বুঝে উঠার আগেই এতে আক্রান্ত হতে পারে। আর এই বৈশিষ্ট্যের কারণেই করোনা ভাইরাস আরো বেশি মারাত্বক।

এদিকে মার্ক লিপ্সটিচের এমন শঙ্কার প্রমাণও মিলেছে সম্প্রতি প্রকাশিত রয়টার্সের একটি প্রতিবেদন থেকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কোন রকম আক্রান্তের লক্ষণ ছাড়াই চীনের এক নারী থেকে আরো পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬শ ৬৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া চীন ছাড়াও বিশ্বের ৩০ টি দেশের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন । এছাড়াও আক্রান্ত হয়েছেন প্রায় ১২শ জন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। সূত্র: ইত্তেফাক

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *