Home » মৌলভীবাজার চা-বাগানের ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজার চা-বাগানের ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের চা-বাগানের ভিতর গভীর খাদ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার মডেল থানার পুলিশ সদর উপজেলার মাজদিহি ও মৌলভী চা বাগানের মধ্যখানে একটি গভীর খাল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, লাশটির গায়ে ট্যাটু আঁকা আছে। আর হাতে ইংরেজিতে ‘রুমা’ ও ‘আর+পি’ লিখা।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগির হোসেন বলেন, লাশটির গলায় ও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে। মৃতদেহের পরিচয় শনাক্ত করা না গেলেও ধারনা করা হচ্ছে একদিন আগের হবে।

এর আগে শনিবার রাত ৩টার দিকে চা শ্রমিকরা মৌলভী চাবাগানের ৮নং সেকশন ও মাজডিহির মধ্যবর্তী সরকারি খাস ভুমিতে অজ্ঞাত যুবককের মৃতদেহ দেখতে পেয়ে বাগান ম্যানেজারকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *