Home » ত্রিভুবনের রাজা রোনালদো

ত্রিভুবনের রাজা রোনালদো

ক্যারিয়ারের ১০০০তম ম্যাচটি মনে রাখার মত হয়েছে। এই ম্যাচে এসেও গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিরিএ তে রাতের ম্যাচে জুভেন্টাস ২-১ ব্যবধানে হারিয়েছে এসপিএএলকে। টানা ১১ সিরিএ ম্যাচে রোনালদো গোল পেলেন।

এর আগে তিনি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে টানা ১১ ম্যাচে গোল পেয়েছিলেন। তিন তিনটি প্রতিযোগিতায় রোনালদোর এই রেকর্ড হয়ে গেল।

ম্যাচের ৩৯ মিনিটে গোল করেন সিআরসেভেন। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রামসি। প্রতিপক্ষ দল একটি গোল পেনাল্টি থেকে শোধ করে। জুভেন্টাস পয়েন্ট টেবিলের শীর্ষে ভালোভাবেই রয়েছে।

রোনালদো ২১টি সিরিএ ম্যাচে ২১ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ বছর বয়সী রোনালদোর ৩৬ ম্যাচে ৩৬ গোল এই মৌসুমে। পুরো ক্যারিয়ারে ৭২৫টি গোল আর ২২০টি অ্যাসিস্ট তার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *