Home » আমি বিবাহিত, আমার সন্তান রয়েছে: নায়ক সাইমন

আমি বিবাহিত, আমার সন্তান রয়েছে: নায়ক সাইমন

চিত্রনায়ক সাইমন সাদিক বিবাহিত! এবং তার দুটি পুত্র সন্তানও রয়েছে। যার মধ্যে বড় ছেলের বয়স আবার ৪ বছর ৪ মাস। যারা জানতেন সাইমন অবিবাহিত তারা এ খবরে ‘আক্কেল গুড়ুম’ বনে গেলেও ঘটনা কিন্তু সত্য।

হয়তো অজ্ঞাত কোনো কারণে এতদিন বিষয়টি তিনি সামনে আনেননি। কিন্তু সন্তানের সাফল্যের কথা কি আর লুকানো যায়? যখন তিনি এটা সামনে আনতে গেলেন তখন চলে আসলো বিয়ের বিষয়টিও। আর এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই নিজের বিয়ে ও সন্তানের খবর ভক্তদের জানিয়ে দিলেন চিত্রনায়ক সাইমন।

সাইমন সাদিক ফেসবুকে লিখেছেন, বাবা-মা পৃথিবীর সবচেয়ে অমূল্য রতন। যা কিনা অনেকের মতো আমিও ভাষায় প্রকাশ করতে পারি না! আমার আব্বুকে কখনো বলিনি তুমি আমাদের কতো বড় শক্তি, ছায়া, ভালোবাসা, আরো কতো কি যে আমরা উপলব্ধি করি, তুমি আছো বলে।

কোনো দিন আপনাদেরও বলিনি আমিও বাবা হয়েছি। আমার বড় ধন, আমার জীবন, আমার সন্তান, সাদিক মো. সাইয়্যান (৪ বছর ৪ মাস) আমার বড় ছেলে। ও তার বিদ্যালয় জীবনের প্রথম পরীক্ষায় প্রথম হয়েছে।একজন বাবা হিসেবে এটাই আমার সেরা মুহূর্ত। আমার টুকটুকের জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয়। বাংলাদেশকে যেন অনন্য উচ্চতায় নিয়ে যায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *