Home » পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান নারী দলকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে পাঁচ রানের জয় পেয়েছে সালমা-জাহানারারা।আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচে জাহানারার দুর্দান্ত বোলিং নৈপূণ্যে জয় পায় বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মুর্শিদা খানম।এ ছাড়া ফারজানা হক ২১, নিগার সুলতানা ১৩ এবং রিতু মণি ১৪ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জাহানারা আলম।

জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান তুলতে সক্ষম হয়। পাঁচ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।  টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, যা  ম্যাচটি হবে পার্থের ওয়াকা গ্রাউন্ডে। গ্রুপপর্বে পরের তিন ম্যাচ যথাক্রমে অস্ট্রেলিয়া (২৭ ফেব্রুয়ারি, ক্যানবেরা), নিউজিল্যান্ড (২৯ ফেব্রুয়ারি মেলবোর্ন) এবং শ্রীলঙ্কার বিপক্ষে (২ মার্চ, মেলবোর্ন)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *