Home » দুধ দিয়ে ধোয়ামোছা হলো আওয়ামী লীগ নেতার অফিস

দুধ দিয়ে ধোয়ামোছা হলো আওয়ামী লীগ নেতার অফিস

শাহীন চাকলাদার। তিনি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যশোর-৬ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। তাই কেশবপুর উপজেলায় অবস্থিত দলটির কার্যালয় দুধ দিয়ে ধুয়েমুছে পরিষ্কার করেছেন তার কর্মী সমর্থকরা।

গতকাল সকালে পুলিশ নিয়ে ওই কার্যালয়ে যান শাহীন চাকলাদারের সমর্থকরা। এ সময় সেখানকার একটি কক্ষ থেকে কয়েকটি ধারাল অস্ত্র ও ফেনসিডিলের বোতল উদ্ধার করে পুলিশ। মাদক ও অস্ত্র উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কেশবপুর থানার ওসি মোহাম্মদ আবু সাঈদ। এরপর উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে গরুর দুধ দিয়ে দলের উপজেলা কার্যালয়টি ধুয়েমুছে পরিস্কার করেন নেতাকর্মীরা।

সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইসমত আরা সাদেকের মৃত্যুতে কেশবপুর উপজেলা নিয়ে গঠিত যশোর-৬ আসন ফাঁকা হয়। আগামী ২৯শে মার্চ এই আসনে ভোটের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন। শাহীন চাকলাদার যশোরের একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। তবে তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। নানা অপকর্মে জড়িতদের পৃষ্ঠপোষকতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

যদিও শাহীন চাকলাদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে যশোর থেকে মাদক ব্যবসায়ী, চোরাকারবারি তাড়াবেন তিনি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন সাংবাদিকদের বলেন, গত ৬ বছরে আওয়ামী লীগ অফিসে ঢুকতে পারিনি। আজ সকালে অফিসে এসে দেখি হাতুড়ি ও গামছা বাহিনীর (ইসমত আরার সমর্থকরা) দখলে থাকা কক্ষটির তালা খুলে পুলিশ দেশি অস্ত্রশস্ত্রসহ ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে। সুত্র: মানবজমিন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *