Home » ভারতের বিপক্ষে ফিরলেন ট্রেন্ট বোল্ট

ভারতের বিপক্ষে ফিরলেন ট্রেন্ট বোল্ট

চোট সারিয়ে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ফিরেছেন নিউজিল্যান্ডের পেস আক্রমণের ভরসা ট্রেন্ট বোল্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে ডান হাত ভেঙে গিয়েছিল তার। তাকে রেখে ১৩ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টেস্টে প্রথমবার ডাক পেয়েছেন পেসার কাইল জেমিসন। দলের সেরা বোলার ফেরায় ভীষণ আনন্দিত কিউই কোচ গ্যারি স্টিড। তিনি বলেন,‘সে দলে ফেরায় আমাদের বোলিং আক্রমণ আরো শক্তিশালী হবে। ওর অভিজ্ঞতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

সর্বশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৩-০তে হোয়াইটওয়াশ হয় কিউইরা। হতাশাজনক পারফরমেন্সে তাই ভারতের বিপক্ষে জায়গা হয়নি পেসার ম্যাট হেনরি, ওপেনার জিত রাভাল ও স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারের।

দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। চোট আক্রান্ত লকি ফার্গুসনের বদলে ডাক পেয়েছেন টেস্টে অভিষেক না হওয়া কাইল জেমিসন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নজরকাড়া পারফরমেন্স করে টেস্ট দলে জায়গা করে নেন জেমিসন।
২১শে ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে দু’দলের প্রথম টেস্ট।
নিউজিল্যান্ড স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম, রস টেলর, বিজে ওয়াটলিং, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, ট্রেন্ট বোল্ট, এজাজ প্যাটেল, টিম সাউদি, নেইল ওয়াগনার ও কাইল জেমিসন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *