অনলাইন ডেস্ক
: হজ ও ওমরাহ পালন করতে এসে সৌদি আরবে মক্কা নগরীর মসজিদুল হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববীতে সেলফি তোলা নিষিদ্ধ করেছে সৌদি হারামাইন কর্তৃপক্ষ। ২০১৭ সালে সেলফি তোলার বিষয়ে সর্বপ্রথম নিষেধাজ্ঞা জারি হলেও নতুন করে এটি আলোচনায় এসেছে।
চলতি মাসেই এটি বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। এজন্য এ মাসের প্রথম সপ্তাহে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
হজ ও ওমরায় গিয়ে অনেক মুসল্লি সেলফি তুলে থাকেন। এজন্য অন্যান্য হজ যাত্রীদের নানা রকমের সমস্যা পড়তে হয়। এ ছাড়া বিভিন্ন সময় সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে।
সে কারণে এবার পবিত্র নগরীতে সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে হারামাইন কর্তৃপক্ষ। জানা গেছে, নির্দিষ্ট এই স্থানগুলোতে কাউকে সেলফি তুলতে দেখলেই দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মোবাইলফোন বাজেয়াপ্ত করে নেবে।
প্রতিনিধি