Home » শাকিব খানের পারিশ্রমিক ৭০ লাখ টাকা

শাকিব খানের পারিশ্রমিক ৭০ লাখ টাকা

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: কিছুদিন আগে খবর রটেছিল, ৬০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েও একটি ছবি ছেড়ে দিয়েছেন শাকিব খান। শিডিউল জটিলতায় ছবিটি করতে পারেননি তিনি। এবার নতুন খবর পাওয়া গেল ‘হিরো দ্য সুপারস্টার’-এর।

জাজ মাল্টিমিডিয়ার নতুন একটি ছবির জন্য ৭০ লাখ টাকা পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন! ছবিটি পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের রাজ চক্রবর্তী। দেলোয়ার হোসেন দিল গল্প লিখছেন ছবিটির। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে এই ছবির গল্পভাবনা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের।

জুলাই থেকে ঢাকা ও ঢাকার পাশের কোনো গ্রামে হবে ছবির শুটিং। কিন্তু ৭০ লাখ টাকা পারিশ্রমিক চূড়ান্ত হওয়ার পরও কি ছবিটি করতে পারবেন শাকিব?

এ বিষয়ে প্রযোজক আজিজ বলেন, ‘এখানে পারিশ্রমিক বিষয় নয়। ছবিটির জন্য ঢালাও শিডিউল দরকার। শাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে। গল্পটা তাঁর পছন্দ হয়েছে। কিন্তু শিডিউল মেলাতে পারবেন কি না তা নিয়ে দুই পক্ষেরই সন্দেহ। শাকিব তাঁর ক্যারিয়ারে মাত্র একটি মুক্তিযুদ্ধের ছবি করেছেন। ফলে এই ছবির প্রতি তাঁর আগ্রহের কমতি নেই। এখন বাকিটা সময় বলে দেবে।’

নাম ঠিক না হওয়া ছবিতে শাকিব খানের বিপরীতে একজন নতুন নায়িকা নেবেন বলেও জানান আজিজ। যৌথ প্রযোজনা নয়, ছবিটি নির্মিত হবে জাজের একক প্রযোজনায়।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *