সিলেট নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষে মতবিনিময় সভা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় বিদ্যালয় প্রাঙ্গণে পুনর্মিলনী প্রস্তুতি কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় সভায়। মতবিনিময় শেষে বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান ২৭-২৯ ডিসেম্বর তিন দিনব্যাপী আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়া আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল এগারোটায় সৈয়দ হাতীম আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সিদ্ধান্ত নেয়া হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণে বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
প্রতিনিধি