Home » তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে এনামুলের মৃত্যুর ছবি ভাইরাল কিন্তু লাশ পাওয়া যাচ্ছে না

তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে এনামুলের মৃত্যুর ছবি ভাইরাল কিন্তু লাশ পাওয়া যাচ্ছে না

গত কয়েক দিন থেকে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার রাজাপুর নিবাসী, আহমদ জায়গীরদারের দ্বিতীয় ছেলে এনামুল এহসান জায়গীরদার ফয়ছল (বোয়ালজুড় বাজারের সাবেক ব্যবসায়ী) গ্রিস যাওয়া র পথে ইন্তেকাল করেছেন শিরোনামে বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি জানতে ইউরো-বাংলা প্রেসক্লাব সভাপতি তাইজুল ফায়েজ গ্রীস দূতাবাসের কাউন্সিলর ড.ফারহানা নূর চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন তিনি বলেন দূতাবাসের প্রথম সচিব ও কাউন্সিলর সুজন দেবনাথ বিষয়টি আমাকে জানানোর সাথে সাথে দূতাবাসের পক্ষ থেকে গ্রীসের বর্ডার পোস্ট গার্ড ও পুলিশ প্রশাসনের প্রতিটি বিভাগকে জানানো হয়েছে।গত ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত গ্রিস বর্ডার এরিয়ায় কোন ধরনের রোড এক্সিডেন্ট হয় নাই।

মানবাধিকারকর্মী শফিক ও পারিবারিক সূত্রে জানা যায় ফয়সালের সাথে থাকা নিকট আত্মীয় ফয়েজ বলেছেন তারা তুরস্ক বর্ডার অতিক্রম করে গ্রীস বর্ডারে প্রবেশ করলে বরফের মধ্যে ফয়ছল অজ্ঞান হয়ে যায়, এক পর্যায়ে তাহার জ্ঞান ফিরে আসে এবং খাবার চায় তার পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।তারা দালালের চোখকে ফাঁকি দিয়ে এনামুলের মৃতদেহের বেশ কয়েকটি ছবি তুলেন।

দালাল তাদেরকে হুমকি-ধামকি দিয়ে লাশটি ফেলে দিয়ে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে আসে। এনামুলের সঙ্গে থাকা ফয়েজ নামের ব্যক্তি এথেন্স এসে পৌঁছেছেন। দুঃখের বিষয় এনামুলের মৃত্যুর ছবি পেলেও লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না।গ্রীস বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে গ্রীস সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।এনামুলের পরিবার ও আত্মীয় স্বজনরা তার লাশ ফেরত পেতে সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *