Home » রোনালদোর গোলও রুখতে পারেনি ভেরোনার জয়

রোনালদোর গোলও রুখতে পারেনি ভেরোনার জয়

এক গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাসের জালে দুই গোল দিয়ে দারুণ জয় তুলে নিয়েছে হেল্লাস ভেরোনা।শনিবার সেরি আয় স্বাগতিকরা জুভেন্টাসকে হারায় ২-১ গোলের ব্যবধানে। এই পরাজয়েও শীর্ষস্থানে রয়ে গেছে মাওরিসিও সাররির দল। ২৩ ম্যাচে ১৭ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলা ইন্টার মিলানের পয়েন্ট ৫১। ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লাজিও। আর ভেরোনার অবস্থান ষষ্ঠ, পয়েন্ট তাদের ৩৪।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৫তম মিনিটে গোলের খাতা খুলেন রোনালদো। নিজেদের অর্ধে ব্যানটাঙ্কারের সঙ্গে ওয়ান-টু খেলে এগিয়ে যান রোনালদো। বল নিয়ে ডিবক্সের কোণা থেকে বাঁদিকের শটে গোলরক্ষককে পরাস্ত করেন সিআরসেভেন। এনিয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। চলতি লিগে এটি তার ২০তম গোল।

এক গোলে পিছিয়ে পড়া ভেরোনা সমতায় ফেরে ম্যাচের ৭৬তম মিনিটে। জুভেন্টাসের ভুল পাসে বল পেয়ে যাওয়া বরনি দলকে সমতায় ফেরান। ম্যাচের ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে লিড পায় ভেরোনা। প্রতিপক্ষের হেড বেনুচ্ছির হাতে লাগলে ভিআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে ভেরোনাকে ম্যাচ জয়ের আনন্দে ভাসান জিয়ামপাওলো পাজ্জিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *