Home » করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩০

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩০

অনলাইন ডেস্ক

: চীনের প্রাণঘাতী  করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৩০ জনে। এর মধ্যে হুবেই প্রদেশে নতুন করে ৬৯ জন মারা গেছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে হুবেই প্রদেশে ২ হাজার ৪৪৭ জন এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে বলে সেখানকার স্বাস্থ্য কমিশন জানিয়েছে।

এখন পর্যন্ত চীনসহ সারা বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার। বিশ্বের অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

এদিকে চীনের মূল ভূ-খণ্ডের বাইরে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত দুইজন। মঙ্গলবার হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান। তিনি কিছুদিন আগেই করোনাভাইরাসের উৎসস্থল চীনের উহান শহর থেকে ফিরেছিলেন। এ ছাড়া গত সপ্তাহে ফিলিপাইনে মারা যান উহানফেরত আরও একজন।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে।

মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *