দর্শককে মন মাতিয়ে আজাদ কাপ ফুটসালে দুর্দান্ত জয় পেয়েছে শুদ্ধবার্তা২৪ডটকম দল।
রবিবার সন্ধ্যার পর নগরীর টিলাগড় পয়েন্ট মাঠে এলএফসি কানাইঘাট ১-০গোলে উড়িয়ে দেয় শুদ্ধবার্তা২৪ডটকম।
আজাদ কাপ ফুটসালের গ্রুপ পর্বের এটি ছিল শুদ্ধবার্তা২৪ডটকম-এর ২য় রাউন্ড ম্যাচ।
শুদ্ধবার্তা২৪ডটকম দলে ছিলেন রাজা আহমদ (অধিনায়ক),আবু নাছির,সালমান,শেকুল ,সোহাগ,আশরাফ,আল-আমিন ।
শুদ্ধবার্তা২৪ডটকম আর এলএফসি কানাইঘাট ম্যাচ দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন।
শুদ্ধবার্তা২৪ডটকম এর সম্পাদক আবু সুফিয়ান ,নির্বাহী সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম,বার্তা বিভাগ প্রধান আশফাকুর রহমান, প্রতিনিধি মাহফুজ আহমদ, মাহফুজ বিন ইসহাক,রবিউ ইসলাম, মহন দাস। আর ছিলেন সুয়েব ,রেদুয়ান প্রমুখ