জিনদিনে জিদান ফেরার পর সেই আগের মতই অদম্য হয়ে ওঠেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের লড়াইয়ে রিয়াল জারাগোজাকে তাদেরই মাঠে হারিয়ে শেষ আটে উঠেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে সব প্রতিযোগিতা মিলে শেষ ২০ ম্যাচে অপরাজিত রইল রিয়াল।
বুধবার শেষ ষোলোর লড়াইয়ে ৪-০ গোলে জিতে জিনেদিন জিদানের দল।
ম্যাচের ষষ্ঠ মিনিটে টনি ক্রুসের ক্রস থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাফায়েল ভারানে।
৩২তম মিনিটে ক্রুসের পাস পেয়েই ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেস।
৭২তম মিনিটে হামেস রদ্রিগেসের থ্রু পাস ধরে ডি-বক্সের ভেতর থেকে জাল খুঁজে নেন ভিনিসিউস জুনিয়র।
সাত মিনিট পর কাছ থেকে বাঁ পায়ের শটে বড় জয় নিশ্চিত করেন করিম বেনজেমা।
প্রতিনিধি