দেশের র্যাম্প স্টপার ও মডেল হিসেবে বেশ পরিচিত তানজিয়া জামান মিথিলা। এবার তাকে দেখা যাবে বলিউডের ছবিতে। নাম ‘রোহিঙ্গা’। এটি নির্মাণ করছেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এই নির্মাতা এরই মধ্যে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবিতে। মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বলেন, ‘গত বছরের ডিসেম্বর জুড়ে ভারতের আসামে ছবির কাজ হয়। তখনই ছবির কাজ প্রায় শেষ হয়েছে।
তিনি আরও বলেন, ‘হায়দার খান ফটোগ্রাফি করেন। সেই সূত্র ধরেই তার সঙ্গে পরিচয়। হঠাৎ একদিন ফোন করে ছবির প্রস্তাব দেন। এরপর গত বছরের মাঝামাঝি সময়ে “রোহিঙ্গা”র জন্য লুক টেস্ট দেই। এভাবেই ছবির সঙ্গে আমার যুক্ত হওয়া।
ছবিটি প্রসঙ্গে মিথিলা আরও বলেন, ‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। এতে আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। এখানে বাংলাদেশে রোহিঙ্গা উপজীব্য নয়। ছবির গল্পে তাদের দূরাবস্থার কথাই উঠে এসেছে। এতে রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষায় কথা বলতে হয়েছে। অভিনয়ের জন্য ভারতে গিয়ে রোহিঙ্গা ভাষা শিখতে হয়েছে আমাকে। স্ক্রিপ্ট নিয়ে স্টাডি করেছি।’
বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। এর আগে ভুটানের ছবিতে তিনি চিত্রনায়ক ও বলিউডে সালমান খানের নতুন ছবি ‘রাঁধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। জানা গেছে, ২০২০ সালের মাঝামাঝি সময়ে ‘রোহিঙ্গা’ মুক্তির দেওয়া পরিকল্পনা রয়েছে।
প্রতিনিধি