পাকিস্তান সফরে প্রথম দুই ম্যাচেই ব্যাটিংয়ে নিদারুণ ব্যর্থ ছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বোলিংয়ে কিছুটা ভালো করলেও পরের ম্যাচে কোনো দাগ কাটতে পারেননি মোস্তাফিজুর রহমানরা। টানা দুইদিনে দুই ম্যাচ হেরে সিরিজও খুইয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হারের কারণ হিসেবে কাল পেসার শফিউল ইসলাম বলেন, ‘আসলে সবাই তো ভালো খেলারই চেষ্টা করছি, হয়তো ওদের দিন গেছে, আমরা কিছু ভুল করেছি। টি ২০তে ছোট ভুলগুলোই অনেক বড় হয়ে যায়। এ কারণে আমাদের পক্ষে ফল আসেনি।’
আজ লাহোরে টি ২০ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। এই ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি সফরের শেষটা রাঙাতে চান শফিউল। তিনি বলেন, ‘আমরা যখনই সিরিজ খেলতে আসি, সবাই জেতার জন্যই আসে। আমরাও সেই লক্ষ্যেই এসেছি (পাকিস্তানে)। যদিও ফল আমার পক্ষে আসেনি। একটা ম্যাচ আছে, এই ম্যাচ ভালোভাবে শেষ করতে চাই।’
প্রথম দুই ম্যাচে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে না পারলেও নিজেদের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই শফিউলের। বঙ্গবন্ধু বিপিএলের পর পাকিস্তানের মাটিতে ভালো খেলার প্রত্যাশা ছিল তারও। এ প্রসঙ্গে শফিউল বলেন, ‘আসলে সামর্থ্য ছিল, তবে আমাদের দলটি তরুণ। মাহমুদউল্লাহ এবং তামিম ভাই ছাড়া তেমন অভিজ্ঞ কেউ নেই। আমরা বিপিএল খেলে এসেছি। হয়তো আমাদের ভালো খেলা সম্ভব ছিল।
প্রতিনিধি