Home » ভ্যালেন্সিয়ার মাঠে হোঁচট খেলো বার্সেলোনা

ভ্যালেন্সিয়ার মাঠে হোঁচট খেলো বার্সেলোনা

লা লিগায় ১৩ বছর পর ভ্যালেন্সিয়ার মাঠ থেকে খালি হাতে ফিরল বার্সেলোনা। নতুন কোচের হাত ধরে প্রথম দুই ম্যাচ জিতে আগের আগ্রাসীরূপে ফেরার ইঙ্গিতে আশা জেগেছিল বার্সা সমর্থকদের মনে। তবে তৃতীয় ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলের পর সব আশায় যেন গুড়ে বালি। শনিবারের ম্যাচে বার্সার নড়বড়ে রক্ষণ আর ধার বিহীন আক্রমণ যেন আগের দুই ম্যাচের পুরো বিপরীত চিত্র বহন করছিল।

ম্যাচের শুরুতেই বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের সুবাদে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ম্যাক্মি গোমেজের নেওয়া শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক টার স্টেগান। প্রথমার্ধে বার্সাকে যেন খুঁজে পাওয়াই যাচ্ছিল না। অন্যদিকে ভ্যালেন্সিয়া বেশ কয়েকটি সুযোগ পেলেও বাঁধা হয়ে দাঁড়ান স্টেগান। প্রথমার্ধ শেষ হয় গোল ছাড়াই।

দ্বিতীয়ার্ধে বার্সার ধার কিছুটা বাড়লেও আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মেসিরা। খেলার ৪৮ মিনিটে গোমেজের নেওয়া শট বার্সা ডিফেন্ডার জর্ডি আলবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জড়িয়ে যায় জালে। গোল খেয়ে মরিয়া হয়ে উঠে বার্সা। খেলার ৫৬ মিনিটে মেসির দুর্দান্ত স্লাইড আটকে দেন ভ্যালেন্সিয়ার গাব্রিয়েল পাউলিস্তা। তিন মিনিট পর বার্সেলোনা অধিনায়কের কোনাকুনি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

খেলার ৭৭ মিনিটের সময় প্রতি-আক্রমণে দ্বিতীয় গোলের দেখা পায় ভ্যালেন্সিয়া। তোরেসের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে জাল খুঁজে নেয় গোমেজের শট। শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে সেতিয়েন শীষ্যরা। তবে বার্সা গোলরক্ষক স্টেগান দেয়াল হয়ে না দাঁড়ালে আরও বড়ো ব্যবধানে হারতে পারতো বার্সেলোনা।

এই হারের পরও ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ২১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ভ্যালেন্সিয়া।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *