Home » NZ vs IND: আজ সিরিজ শুরু অকল্যান্ডে; কখন, কোথায় দেখবেন Live;জেনে নিন

NZ vs IND: আজ সিরিজ শুরু অকল্যান্ডে; কখন, কোথায় দেখবেন Live;জেনে নিন

ঘরের মাঠে পর পর সিরিজ জয়ের পর এবার অ্যাওয়ে সিরিজের চ্যালেঞ্জ কোহলি ব্রিগেডের সামনে। আজ ভরত-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টি-২০ ম্যাচ। আজকের ম্যাচ ঘিরে বৃষ্টির ভ্রুকুটি। উইলিয়ামসনদের ডেরায় পেস সহায়ক পিচেও বাজিমাত করার ব্যাপারে আত্মবিশ্বাস কোহলি ব্রিগেড।টি-টোয়েন্টি বিশ্বকাপের মহড়ার শেষ ল্যাপ শুরু টিম ইন্ডিয়ার। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে একদিনের সিরিজে হারিয়ে কিউইদের ডেরায় নামছে কোহলি ব্রিগেড।

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে পেস সহায়ক উইকেটেও আত্মবিশ্বাসী ব্লু ব্রিগেড। ধাওয়ানের অনুপস্থিতিতে রোহিতের সঙ্গে ওপেন করবেন রাহুল। উইকেটকিপারের ভূমিকাতেও সম্ভবত থাকবেন রাহুলই। ফলে ফিট হওয়া সত্বেও প্রথম এগারোর বাইরে থাকতে হতে পারে পন্থকে। চার আর পাঁচ নম্বরে সম্ভবত শ্রেয়াস আয়ার আর মনীশ পাণ্ডে। সামি আর বুমরার খেলাও নিশ্চিত। তৃতীয় পেসারের জন্য লড়াই শর্দুল ঠাকুর আর নভদীপ সাইনির মধ্যে।

#আজ কোথায় হবে ভারত বনাম নিউ জিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি?
ভারত বনাম নিউ জিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে অকল্যান্ডের ইডেন পার্কে।
#কখন শুরু ভারত বনাম নিউ জিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ?
ভারতীয় সময় দুপুর ১২:২০ মিনিটে শুরু হবে ভারত বনাম নিউ জিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
#কোথায় দেখবেন ভারত বনাম নিউ জিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ Live?
ভারত বনাম নিউ জিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিডি ন্যাশনাল-এ।
#ভারত বনাম নিউ জিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি  ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
ভারত বনাম নিউ জিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার-এ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *