সিলেট নগরীর ব্যস্ততম এলাকা টিলাগড়। সেখানে রাস্তার মাঝামাঝি বিপজ্জনকভাবে পড়ে রয়েছে লোহার খুঁটি। এর পাশেই দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন এসএসপি’র ট্রাফিক পুলিশ। কিন্তু পড়ে থাকা খুঁটির প্রতি নেই কারো আগ্রহ। স্থানীয় এক দোকানদার পড়ে থাকা খুঁটির মাথায় একটি প্লাস্টিক বস্তা দিয়ে রেখেছেন।
রাস্তার মাঝখানে এভাবে খুঁটি পড়ে থাকার বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কথা বলতে নারাজ। সিলেট নগরীর টিলাগড় এলাকার বাসিন্দা কলেজছাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তার মাঝখানে ব্যারিকেডের লোহার খুঁটি পড়ে আছে, কেউ যেনো দেখার নাই। আমরা দুর্ঘটনার পর নড়েচড়ে বসি। কিন্তু নিজের বিবেক আগে জাগ্রত করতে পারি না। এ বিষয়ে সড়ক ও জনপদ সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া বলেন, সিলেট-তামাবিলে সড়কটি আমাদের কিন্তু সড়কটিতে ব্যারিকেডগুলো (লোহার খুঁটি) সড়ক ও জনপদ সিলেট বিভাগের নয়। এগুলো সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) দিয়েছে। এর রক্ষণাবেক্ষণের দায়-দায়িত্বও সিসিকের। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে নগরীর টিলাগড়ে মালবাহী ট্রাকগুলো যাতে নগরীতে প্রবেশ করতে না পারে সেজন্য রাস্তায় ব্যারিকেড (লোহার বার) দেওয়া হয়েছে। এগুলো ভেঙ্গে পড়ে গেছে সেটা জানি না। খোঁজ নিয়ে দেখবো। যত তাড়াতাড়ি সম্ভব এগুলো মেরামত করা হবে।