জালালাবাদ থানা ও শিবেরবাজার পুলিশ ফাঁড়ি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার লিলু মিয়া (৩৫), পিতা-মৃত আঞ্জু মিয়া, সাং-মানসীনগর, থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে অত্র থানাধীন মানসিনগর এলাকা হতে গ্রেফতার করেন।
বর্ণিত আসামীর বিরুদ্ধে ০৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- টাকা অর্থ দন্ড সহ জিআর পরোয়ানা রয়েছে। তাছাড়া লিলু ডাকাতের বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, অস্ত্র মামলা সহ ০৯টি মামলা বিচারাধীন রয়েছে। তাছাড়াও অপর একটি অভিযানে ৪ মাসের কারাদন্ড ও ১,২৯,৮০০/- টাকা জরিমানায় দন্ডিত আসামী সংকু ঘোষ (৪০), পিতা-মনি লাল ঘোষ, সাং-পল্লবী, পাঠানটুলা, থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে গ্রেফতার করেন।
কুখ্যাত লিলু ডাকাত গ্রেফতারে এলাকার জনগনের মধ্যে স্বস্তি বিরাজ করিতেছে। সংবাদের বিষয়টি অকিল উদ্দিন আহম্মদ, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট নিশ্চিত করেন।
প্রতিনিধি