নগরীর মেজরটিলা এলাকায় নগর বাস ও লেগুনা গাড়ীর সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৫ যাত্রী। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার সময় মেজরটিলার চামেলীবাগ এক নাম্বর রাস্তার সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত মহিলার নাম পাওয়া যায়নি। তিনি বটেশ্বর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রী নামিয়ে শাহপরাণমুখী লেগুনা যাত্রা শুরু করলে পিছন দিক থেকে আসা নগর এক্সপ্রেস (১১-০০১৪ নাম্বার) লেগুনাটিকে ধাক্কা দেয়।
এ সময় লেগুনার পিছনের একটি চাকা খুলে যায়। ও লেগুনা গাড়ীটি উল্টো দিকে ঘুরে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় লেগুনার যাত্রী বৃদ্ধা মহিলার মাথা কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
প্রতিনিধি