সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এর মাতার সুস্থ্যতা কামনা করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট ও বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম এর যৌথ উদ্যোগে গীতা পাঠ ও প্রার্থনা করা হয়েছে।
২০ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে এই প্রার্থনা করা হয়। প্রার্থনায় সুদীপ জ্যোতি এষ এর মাতার সুস্থ্যতা কামনায় পবিত্র গীতা পাঠ ও প্রার্থনা করেন পন্ডিত দেবু চক্রবর্তী।
প্রার্থনা পাঠে উপস্থিত ছিলেন, চমক দে, কৃষ্ণ ঘোষ, পান্না ঘোষ রুপম, জয়দ্বীপ চৌধুরী মাধব, বিপুল কর, এস.ডি. পল্লব, ইমন দেব, বিপ্লব চন্দ ঋষি, ভূলন কান্তি তালুকদার, মান্না দেব, পিনাক ঘোষ, সৈকত চন্দ বাপন, আশীষ দেবনাথ, রুপন ঘোষ, প্রশান্ত ঘোষ, কনক কান্তি দাস প্রমুখ।
উল্লেখ্য, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এর মাতা বার্ধক্যজনিত কারনে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার সুস্থ্যতার জন্য সকলের প্রতি আর্শিবাদ কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক