Home » কর্মী নিয়োগ দিচ্ছে ফেসবুক

কর্মী নিয়োগ দিচ্ছে ফেসবুক

বাংলাদেশের জন্য মার্কেট স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমটি বাংলাদেশের বাজার দেখার জন্য এই নিয়োগ দেবে। ফেসবুকের এক বিজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এ চাকরিতে কাজের বিবরণ সম্পর্কে ফেসবুক বলেছে, পূর্ণকালীন ওই পদে চাকরি হলে ফেসবুক ব্যবহারকারীকে নানা রকম সহযোগিতা করতে হবে। প্রয়োজনে দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্যও সহযোগিতা করতে হবে।

চাকরিতে যোগ্যতা হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এক্ষেত্রে মাস্টার্স ডিগ্রিধারীরা এ পদে আবেদন করতে পারবেন। ডেটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে দক্ষ হতে হবে। এ ছাড়া প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে যথেষ্ট পারদর্শী হতে হবে।

এ পদে নিয়োগ পেলে কর্মীকে সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়ে কাজ করতে হবে।

এ পদে আবেদন করতে হলে ফেসবুকের এই পেজে গিয়ে আবেদন করতে পারবেন যে কোনো যোগ্য প্রার্থী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *