সুনামগঞ্জের কৃতি সন্তান সালেহ আহমদ সিলেটের স্বনামধন্য ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করবে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি। আগামীকাল ১৭ জানুয়ারি শুক্রবার বেলা চারটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৪ টায় এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হবে।
সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে কলেজের সাবেক ছাত্র/ছাত্রী, বর্তমান ছাত্র ও শিক্ষক, বিভিন্ন পেশাজীবিসহ সিলেটস্থ সুনামগঞ্জ বাসীর যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি ২০২০ তারিখ থেকে শতবর্ষী কলেজটির ৪৭ তম অধ্যক্ষ হিসেবে প্রফেসর মো. সালেহ আহমেদ দায়িত্ব পালন করেছেন।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে ১৯৬৩ সালে জন্ম নেওয়া প্রফেসর মো. সালেহ আহমেদ, চতুর্দশ বিসিএস পরিক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকুরিতে যোগদান করেন। ১৯৯৪-২০০১ সালে এমসি কলেজে, সেখান থেকে ২০০১ সালে রাজশাহী সিটি সরকারি কলেজে, এবং পরবর্তীতে আবারও পদোন্নতি পেয়ে এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হয়ে যোগদান করেন।
পরবর্তীতে বিভিন্ন কলেজ ও সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ২০১৭ সালের অক্টোবরে সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সেখানে প্রায় ৬ মাস দায়িত্ব পালন শেষে ২০১৮ সালের ৭ এপ্রিল এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
প্রতিনিধি