অনলাইন ডেস্ক: ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে এবার সুর পাল্টেছে পেন্টাগন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে চালানো ইরানের হামলায় ১১ মার্কিন সেনা অসুস্থ হয়ে পড়েছেন। নিউ ইয়র্ক পোস্ট এ খবর প্রকাশ করেছে।
ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন জোটের কর্মকর্তারা সিএনএনে এক বিবৃতিতে বলেন, হামলার পর সেনাদের মস্তিষ্কে সমস্যা (কনকাশন সম্পর্কিত লক্ষণ) দেখা দিয়েছে। এখনো তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে হামলায় কোনো মার্কিন সেনা নিহত হয়নি।
সেনাদের জার্মানিতে চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর তারা ইরাকের মার্কিন ঘাঁটিতে ফিরে যাবেন। গত ৮ জানুয়ারি ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে মার্কিনীদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্রের সরাসরি নির্দেশে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হামলার পর ইরান ওই হামলা চালায়। সোলাইমানি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তিি হিসেবে বিবেচিত ছিলেন।